সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ মো. জানে আলম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড করাইয়া নগর এলাকার ছালেহ আহমদের ছেলে।
মঙ্গলবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে করাইয়া নগর এলাকার লায়লার বাপের বাড়িতে সেনাবাহিনীর টহল দলসহ অভিযান চালিয়ে জানে আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত পুরাতন বিদেশি রিভালবার, একটি পুরাতন কার্তুজ ও একটি কার্তুজের খোসা, ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, মাদক ও অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.