প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে এক বছরের সফল যাত্রা সম্পন্ন করল নেটকম লার্নিং বাংলাদেশ। রাজধানীর গুলশান ২-এর পিংক সিটির ‘বিয়ন্ড বাফেট’-এ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, অংশীদার, প্রযুক্তি ও শিক্ষা খাতের বিশিষ্টজনেরা।
কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মুন্সী আশিক মাহমুদ। অতঃপর উপস্থাপিত হয় প্রতিষ্ঠানের এক বছরের কার্যক্রম ও অর্জনভিত্তিক ভিডিও, বর্ণনায় ছিলেন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম ইমদাদ।
হেড অব পার্টনারশিপস আবদুর রহমান মামুন অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভার্চুয়ালি যুক্ত হয়ে নেটকম লার্নিং-এর সিইও রাসেল সরদার বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শিক্ষায় এগিয়ে নিতে দলের প্রতি আস্থার কথা জানান।
অনুষ্ঠানে বক্তৃতা দেন বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যেমন:
মোঃ শামিম আহমেদ, সিইও, আইএমবিডি
মো. ইউসুফ ফারুক, কান্ট্রি ম্যানেজার, মাইক্রোসফট
নূরুল আলম, প্রেসিডেন্ট, আইআইএবি
ড. হাসান মাহমুদ, সিনিয়র ম্যানেজার, বেক্সিমকো ফার্মা
কে. এম. হাসান রিপন, ড্যাফোডিল গ্রুপ
কানিশক পান্ডে, হেড – একাডেমিক সেলস, নেটকম+
প্রধান অতিথি নেটকম লার্নিং-এর জেনারেল ম্যানেজার (গ্লোবাল অপারেশনস) আব্দুল আহাদ ভবিষ্যতের রোডম্যাপ তুলে ধরে বলেন, “বিশ্বমানের প্রশিক্ষণ ও প্রতিভা উন্নয়নে বাংলাদেশের বাজারে নেটকম অগ্রণী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সমাপনী বক্তব্যে সিনিয়র ম্যানেজার (সেলস) ইশান বিন জিল্লুর রহমান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। কেক কাটা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নেটকম লার্নিং বাংলাদেশের ভবিষ্যৎ লক্ষ্য: আগামী ১০ বছরে ১০ লাখ স্কিলড লার্নার এবং ১০ হাজার প্রতিষ্ঠানে পৌঁছানোর "ভিশন ১০-১০-১০" অর্জন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.