দেশচিন্তা প্রতিনিধি :
পুড়েছে ৪টি দোকান, ক্ষতি ২০ লক্ষাধিক টাকা; জানে আলমের একার ক্ষতি প্রায় ৬ লাখ
মসজিদের মাইকে ঘোষণা অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কাশেম সওদাগরের ফার্নিচার মার্কেটে আগুন লাগে। আগুন লাগার খবর শুনে পাশের দোকানের দুই কর্মচারী ছুটে যান ঘটনাস্থলে, কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ায় দোকানের শাটার খোলা সম্ভব হয়নি।
মদনী জামে মসজিদের পশ্চিম-দক্ষিণ পাশে , বলিরহাটের দক্ষিণে ১৮ নম্বর ওয়ার্ড । রাত ১টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই বাজারের পশ্চিম পাশের একটি দোকান থেকে শুরু হওয়া আগুনে পুড়ে যায় অন্তত ৪টি দোকান।
দোকানটির মালিক রুবেল, যিনি “পাক্কা দোকান” এলাকার বাসিন্দা ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় এক বাসিন্দার মাধ্যমে জানা যায়, ব্যবসায়ী জানে আলমের গাছ, ফ্রিজ ও অন্যান্য মালামালসহ তাঁর একার ক্ষতি হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে অগ্নি–নির্বাপণ ব্যবস্থা ছিল না, এবং ফায়ার সার্ভিস পৌঁছাতেও বিলম্ব ঘটে। আগুনের প্রচণ্ড তাপে ভিতরে প্রবেশ করাও ছিল দুঃসাধ্য।
আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.