দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে ২২ জুলাই, মঙ্গলবার সন্ধ্যা ৭.০০ টায় অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধরীর সভাপতিত্বে সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য আ.ক.ম ফরিদুল আলম, নুরুল হক, মাওলানা আরেফে জামী, আরিফুর রশীদ সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, আজ জেলার প্রায় প্রতিটি উপজেলায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.