আনোয়ারা সংবাদদাতা : ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক বলেছেন, একজন ব্যবসায়ীকে সৎ, ন্যায়পরায়ণ, আমানতদারি ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
গ্রাহকদের সাথে ভালো ব্যবহার, তাদের চাহিদা পূরণ ও সহানুভূতিশীল হতে হবে। ফলে ব্যবসায়িক উন্নতি ও সামাজিক জীবনের শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি শনিবার (১২জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলা আইবিডব্লিউএফ এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সম্মেলনের প্রধান বক্তা, এ সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ইব্রাহিম চৌধুরী বলেন, আনোয়ারা উপজেলার সাথে বন্দর হয়ে টানেলের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এ উপজেলাটি একটি সম্ভাবনাময় শিল্পাঞ্চলে পদার্পণ করতে যাচ্ছে। এ উপজেলাকে ব্যবসায়ীরা চিন্তা ও ঐক্যের ভিত্তিতে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতির নতুন দ্বার উন্মোচন হবে। তাই ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে নতুন নতুন উদ্যোক্তা তৈরীতে মনোযোগ দিতে হবে।
এ সংগঠনের নেতা ফরিদ উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, এ সংগঠনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি শাহজাহান মহিউদ্দিন, দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান, আনোয়ারা উপজেলা উপদেষ্টা মাস্টার আব্দুল গণি, কর্ণফুলীর প্রধান উপদেষ্টা মনিরুল আবছার, দক্ষিণ জেলার সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম, অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন চৌধুরী জুয়েল ও সাংবাদিক মো. মোজাম্মেল হক।
এ সংগঠনের নেতা ইয়াছিন মোসাদ্দেক এর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাঁশখালী-পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, এ সংগঠনের দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, অর্থ সম্পাদক কাজী মো. জসিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মো. রফিক উদ্দিন, এ সংগঠনের পটিয়ার সভাপতি মো. ওমর ফারুক, সাতকানিয়ার মো.আবুল কালাম আযাদ চৌধুরী, কর্ণফুলীর মো. ইলিয়াস, মো.জসিম উদ্দিন ও ইঞ্জিনিয়ার ইমতিয়াজ হোসেন প্রমূখ।
সম্মেলন শেষে মো. ফরিদ উদ্দিনকে সভাপতি ও ইয়াসিন মোসাদ্দেককে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট আনোয়ারা উপজেলা আইবিডব্লিউএফ এর কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.