চরতিতে উলামা সমাবেশে শাহজাহান চৌধুরী
সাতকানিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “দেশের আলেম-ওলামাদের জ্ঞানের দিক দিয়ে আরও সমৃদ্ধ হয়ে, যুগের সঙ্গে তাল মিলিয়ে ইসলামের খেদমত করতে হবে। আমরা যদি তা করতে ব্যর্থ হই, তাহলে দেশে ইসলাম প্রতিষ্ঠা অনেক দূরের ব্যাপার হয়ে দাঁড়াবে।”
শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় সাতকানিয়ার চরতি ইউনিয়নের একটি মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্র ঘোষিত উলামা বিভাগের গণসংযোগ সপ্তাহ উপলক্ষে আয়োজিত উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শীর্ষস্থানীয় আলেমদের টার্গেট করে একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছে। ইসলামপন্থী দল যেন রাষ্ট্রক্ষমতার দিকে এগোতে না পারে, সে জন্য ভারতসহ বিভিন্ন ইসলামবিদ্বেষী রাষ্ট্র শেখ হাসিনাকে ইন্ধন দিয়েছে। তবে ২০২৪ সালের ৩৬ জুলাই ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ গণবিপ্লবে হাসিনা সরকারকে বিদায় নিতে বাধ্য করা হয়েছে। এখন সময়, আলেম সমাজ একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন চরতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুনিরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, মাওলানা আহমদুর রহমান আনছারী, মুফতি মোহাম্মদ নুরুচ্ছফা, মাওলানা শফিক আহমদ নঈমী, মাওলানা আইয়ুব আনছারী, অধ্যাপক আক্তার কামাল, মাওলানা শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ হাশেম, মাওলানা আব্দুস সালাম আজাদ, হেফাজুল ইসলাম চৌধুরী, ওসমান গনি শিকদার, ফরিদুল আলম ও মাওলানা মো. হারুন।
উপস্থিত বক্তারা দেশের বর্তমান বাস্তবতায় ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তা ও আলেম সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.