নগরের বায়েজিদে এক গৃহবধূকে দেশিয় অস্ত্র দিয়ে ১১ টুকরা করে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বায়েজিদ থানা পুলিশ।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) আবিদ হোসেন গণমাধ্যমকে জানান, খণ্ড-বিখণ্ড অবস্থায় ফাতেমা বেগম পলি (৩২) নামের এক নারীর লাশ পাওয়া গেছে। তার স্বামী মো. সুমন পলাতক রয়েছে।
এই গাড়িচালকের সিফাত নামে ৮ বছরের একটি ছেলে সন্তান আছে। ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ফাতেমা বেগম পলির বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। তার পিতা মো. কামাল উদ্দিন। ঘাতক স্বামী মো. সুমনের সাথে পাহাড়িকা আবাসিক এফ জে টাওয়ারের ১০ম তলায় বসবাস করতেন। ঘটনাস্থল থেকে একটি বটি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
এসআই আবিদ আরও জানান, স্থানীয়রা গতকাল রাতে নিহত গৃহবধূর স্বামীকে ধরে একটি বাড়িতে আটকে রাখে। রুমের জানালার গ্রীল কেটে সেখান থেকে সে পালিয়ে যায়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.