প্রেস বিজ্ঞপ্তি, দেশচিন্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা দাবি জানাই, সরকার যেন অনতিবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করে।”
তিনি বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার স্পর্ধিত জাগরণ। শহীদ আবু সাঈদ, শহীদ ফয়সাল শান্ত, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ওমর আবছার, শহীদ ইশমামসহ শত শত তরুণ জীবনের বিনিময়ে শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছে।”
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
“জামায়াতের পক্ষ থেকে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির প্রস্তাবনা বহু আগেই দেওয়া হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল এতে একমত হলেও সরকার জনগণের ঐক্যবদ্ধ ইচ্ছার প্রতি সম্মান দেখায়নি। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, তবে ফ্যাসিবাদ ফের মাথাচাড়া দিতে পারে।”
জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী,
সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ,
চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম,
এডভোকেট আবু নাছের,
শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন,
চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী,
মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা,
আরিফুর রশীদসহ উপজেলা ও থানা জামায়াত নেতৃবৃন্দ।
“হাজারো শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করতে হবে জীবন বাজি রেখে। অপশক্তির হাতে দেশ তুলে দেওয়া যাবে না। সবাইকে ‘জুলাই বিপ্লব’-এর চেতনায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি ।”
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.