ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া শাহঁচান্দ আউলিয়া মাজার গেটের সম্মুখে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে রাস্তা পাড় হতে গিয়ে চন্দনাইশমুখী একটি দ্রুতগতির পিক-আপের চাপায় মওলানা মুফতি হাফেজ আমিন মোজাদ্দেদী(৮৫)নিহত হন।(ইন্না-লিল্লাহ -রাজেউন)। ঘটনাটি ঘটে ২০ মার্চ সকাল ১০টা ৪৫মি:।
তিনি পীর মরহুম মাওলানা মুছা মোজাদ্দেদীর (রঃ) বড় ছেলে। চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ পটিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, সকাল ১০টা ৪৫মি: তিনি রাস্তার পূর্ব পাশে সেলুনের কাজ সেরে রাস্তা পার হয়ে পশ্চিম দিকে আসার সময় বাসস্টেশন হতে আসা দ্রুতগতির একটি পিক-আপের চাপায় ঘটনা স্থ লে মৃত্যু বরন করেন।তার মৃত্যুর খবর চড়িয়ে পড়লে সারা পটিয়ায় শোকের ছায়া নেমে আসে। পটিয়ার প্রখ্যাত পীর আল্লামা মুছা মুজাদ্দেদীর বড় সন্তান এবং একজন দ্বীন আলেমের সম্মানে পটিয়া থানা প্রশাসন বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার অনুমতি দেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.