দেশচিন্তা ডেস্ক : সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক চর্চার পাশাপাশি নিজেদের ব্যাক্তিগত মানোন্নয়নে অধিক যত্নশীল ও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছন বিশিষ্ট পরিবেশবিদ ও সংগঠক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি চট্টগ্রাম কালচারাল একাডেমি সিসিএ'র উদ্যোগে আয়োজিত এক্টিভিস্ট কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন।
১৪ ই মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নগরের বাইতুশ শরফ মাদ্রাসা হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিসিএ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে দারসুল কোরআন পেশ করেন বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন। কর্মশালায় উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরো বলেন, সাংস্কৃতিক ব্যক্তিরা হচ্ছেন দেশের বুদ্ধিজীবি মহলের অংশ দেশের যে কোন প্রেক্ষাপটে আপনাদের নৈতিক ও গঠনমূলক কর্মকাণ্ডে জাতি সঠিক পথের সন্ধান পাবে।
এছারা সঠিক-সত্য ইতিহাস তুলে ধরে সাহিত্য রচনা, ডকুমেন্টারী তৈরি সহ আদর্শিক জাতি গঠনে নানা প্রকল্প নিয়ে কাজ করা সাংস্কৃতিক যুদ্ধাদের অন্যতম দায়িত্ব। বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সাংস্কৃতিক জগতে অনৈতিক কর্মকান্ডের থাবা আশংকাজনক এর থেকে পরিত্রান পেতে হলে আমাদের সাংস্কৃতিক কর্মীদের বলিষ্ঠ ঈমানের অধিকারী হতে হবে।
সাংগঠনিক শৃংখলাবোধে কুরআন হাদিস চর্চার মাধ্যমে মুত্তাকীর গুণাবলি অর্জন করতে হবে। কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর সিসিএর তিনটি সাংস্কৃতিক জোনের একটিভিস্টগন অংশগ্রহণ করেন।
কর্মশালায় চট্টলা গানের দলের শিল্পীবৃন্দ একক ও যৌথ সংগীত পরিবেশন করে। সিসিএ নির্বাহী পরিষদ সদস্য মাওলানা এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিসিএ জোন সভাপতি শিল্পী সাহিদুল করিম খান, নির্বাহী পরিষদ সদস্য রহমত উল্লাহ, মুহাম্মদ ঈমাম উদ্দিন, সিসিএ সদস্য সাফায়াত উল্লাহ, মুহাম্মদ বিন মাসুম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.