দেশচিন্তা নিউজ ডেস্ক:
মোমিন রোডস্থ চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব আজ ৩ নভেম্বর শনিবার নগরীর জে.এম.সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের’র সভাপতিত্বে প্রকৌশলী পলাশ বড়ুয়া ও রেবা বড়ুয়ার সঞ্চালনায় দান সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দানানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া। প্রধান ধর্মদেশনা করেন ভদন্ত ও উ পঞ্ঞাচক্ক মহাথের। সদ্ধর্মদেশনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের, সাবজনীন বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের, কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের বিহারাধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, ঢাকা আশুলিয়া আন্তর্জাতিক বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত আশিন জিনরক্ষিত মহাস্থবির, ভদন্ত লোকপ্রিয় মহাস্থবির, ভদন্ত ধর্মপ্রিয় থের, ভদন্ত সংঘশ্রী থের, ভদন্ত সুনন্দ প্রিয় থের, ভিক্ষু তনহংকর, ভদন্ত রতনানন্দ ভিক্ষু, ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষু, নগর গোয়েন্দা শাখার এসিসষ্টেন্ট পুলিশ কমিশনার কাজল প্রিয় চৌধুরী, ২১নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রাক্তন অধ্যক্ষ দীপক কুমার বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, মিথুন বড়ুয়া, উত্তম কুমার বড়ুয়া, সুবোধ কুমার মুৎসুদ্দী, সূর্যসেন বড়ুয়া শংকু, অমলেন্দু বিকাশ বড়ুয়া প্রমুখ। উক্ত পূর্ণময় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন অর্পিতা রানী বড়ুয়া। সকালে মহানগর সার্বজনীন বিহারের প্রতিষ্ঠাতা প্রয়াত বিজয়শ্রী বড়ুয়া ও কালগত জ্ঞাতীদের উদ্দেশ্যে মহতী সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.