দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা মরহুম মাওলানা মুমিনুল হক চৌধুরীর সহধর্মিনী মহিয়সি নারী ফাতেমা বেগম আজ ২৯ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৫.০০ টায় চট্টগ্রাম ইন্টারন্যশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (CIMCH) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হার্ট, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দু'ছেলে এবং দু'মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
শোকলিপিতে নেতৃবৃন্দ বলেন, একজন সফল মানুষের সফলতার পিছনে তার সহধর্মিণীর ভূমিকা অপরিসীম। তেমনি মাওলানার ইসলামী আন্দোলনের খেদমতে মরহুমার অবদানও অতুলনীয়। মাওলানা বীরত্বে তিনি বেশ সাহস যুগিয়েছেন। মরহুমার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সকলকে সবরে জামিল দান করুন। আমীন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.