সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে দূবৃর্ত্তদের ধারালো অস্ত্রের আঘাতে (ছুরি) জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতা ও এক মাদরাসা শিক্ষার্থী গুরতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ শে জানুয়ারি) উপজেলার আমিলাইষ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম আমিলাইষ বাজার সেন্টারে এঘটনা ঘটে। গুরতর আহতরা হলেন আমিলাইষ ১ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান (সাবেক চেয়ারম্যান) এর ছেলে কামরুল হাসান মুন্না (২৮)। তিনি প্রবাসী ও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এর সমাজকল্যাণ সম্পাদক ও গুরতর আহত ২ নম্বর ওয়ার্ডের ফজল আহমদের ছেলে স্থানীয় যায়েদ বিন সাবিত মাদরাসার নবম শ্রেণীর ছাত্র মো: ফাহিম (১৪)। এর আগে সন্ধ্যায় একই ওয়ার্ডে মাথায় আঘাতপ্রাপ্ত জখম হয় আবদুল বারি (৩৫) পেয়ারু নামে আরেকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদী হতে বালু উত্তোলন করা নিয়ে চাঁদা দাবি করে একটি চক্র। এঘটনায় দু'পক্ষের মধ্যে বিকেলে কথাকাটাকাটি হয়। এরপর রাত আনুমানিক ৮টার সময় কিছু মুখোশধারী দূর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে (ছুরি) আঘাত করে পালিয়ে যায়। এরপর গুরতর আহত দুইজনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরতর হওয়ায় কিশোর ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আমিলাইষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল্লাহ লিমন বলেন, অবৈধ বালু উত্তোলন, বালুবাহী গাড়ি থেকে টাকা তুলছে একটি গ্রুপ। এসব অপকর্মের বিরুদ্ধে মুন্নাসহ তার বড় ভাই ফয়সাল একাধিকবার বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে মঙ্গলবার রাতে একটি নুরানী মাদ্রাসার সামনে ফয়সালসহ কয়েক জনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করলে দুর্বৃত্তরা মুন্না ও ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু দূ্বৃর্ত্ত এলাকায় অরাজকতা সৃষ্টি করতে সন্ত্রাসী ও দূর্বৃত্তায়ন করে যাচ্ছে। এলাকায় শান্তি ফিরাতে প্রশাসনের টহল জোরদার করার দাবি জানাচ্ছি।
ঘটনাস্থল পরিদর্শন করা সাতকানিয়া থানার এস আই শাহাদাত হোসেন বলেন, ১ প্রবাসী ও ১ মাদরাসা শিক্ষার্থীকে মুখোশধারী সন্ত্রাসীরা হামলা করে পালিয়ে যায়। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতরা চিকিৎসাধীন হওয়ায় এখনো অভিযোগ দায়ের হয়নি৷ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.