নিজস্ব প্রতিবেদক,সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি যুবলীগ নেতা মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এড়াতে সাইফুল চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে ছিল।
সোমবার (২৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার থেকে তাকে গ্রেফতার করে পরে তাকে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের দক্ষিণ হিলমিলি এলাকার আমিন শরীফ এর ছেলে।
এদিকে, সাইফুল ইসলামের গ্রেফতারের খবরের খুশিতে মিষ্টি বিতরণ করেছে আমিলাইশ ইউনিয়নের দক্ষিণ হিলমিলি এলাকার সাধারণ মানুষ। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং আল্লাহতালার শুকরিয়া আদায়ের পাশাপাশি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।
কবির হোসেন নামে একজন জানান, সাইফুলের অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসি। আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে সে এলাকায় চাঁদাবাজি, লুটপাট, মাদক কারবারসহ নানা অপরাধে লিপ্ত ছিল। তার দলবলের ভয়ে মানুষ মুখ খুলতে সাহস করেনি।
সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকাবাসি জানান, সে প্রায় সময় অস্ত্র নিয়ে চলাফেরা করতো। পুলিশ যদি তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে, তাহলে তার গ্রুপের অস্ত্রের সন্ধান মিলবে বলে তাদের বিশ্বাস।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, সাইফুল ইসলাম ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। আজ (মঙ্গলবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.