দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
অধ্যাপক মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ড. মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা আরেফে জামী, মাওলানা আরিফুর রশীদ প্রমুখ।
নেতৃবৃন্দ তাফসীরুল কুরআন মাহফিলকে সফল করার লক্ষ্যে বলেন, এ ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত মাহফিল। লক্ষ কোটি জনতা এ মাহফিলে তাফসীর শুনে নিজেদের মুসলমান হিসেবে গড়ে তুলেছে। পথভ্রষ্ট হাজারো যুবক সঠিক পথের দিশা পেয়েছে। ২০০৬ সালের পর থেকে ইসলাম বিদ্ধেষী শক্তি ষড়যন্ত্রে এ মাহফিল বন্ধ করে দেয়া হয়।
অতীতেও ইসলামে দুশমন আওয়ামী নাস্তিকরা মাহফিল বন্ধ রাখতে গিয়ে মানুষ জীবন বাজি রেখে মাহফিল বাস্তবায়ন করেছে। ছাত্রজনতার অভ্যুত্থানের পর দেশে পুনরায় গণতন্ত্রের পথে ফিরে আসে। আর কোন অশুভ শক্তি যেন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য দক্ষিণ চট্টলাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে মাহফিলকে সফল ও সার্থক করতে ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.