এস এম জাকারিয়া, মীরসরাই ( চট্টগ্রাম ) সংবাদদাতা : চট্টগ্রাম মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং কবর জিয়ারতের মাধ্যমে ২য় মৃত্যুবার্ষিকী সম্পন্ন করা হয়েছে।
১১ জানুয়ারী, শনিবার সকাল ১১ টায় মীরসরাই প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মিঠাছড়া ফাজিল মাদ্রাসার সহ অধ্যক্ষ এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নিজামুল হক সাদেকী।
প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন। এর আগে সকালে প্রেসক্লাবের সদস্যরা নিজাম উদ্দিনের কবর জেয়ারত করেন।
উল্লেখ্য, মফস্বল সাংবাদিকতায় অসামান্য অবদান রেখে যাওয়া প্রবীণ এই সাংবাদিক ১৯৬১ সালে মীরসরাই পৌরসভাস্থ নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন। গত ২০২৩ সালের আজকের এইদিনে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমান তিনি।
২য় মৃত্যু দিবসে প্রথিতযশা এই সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও তাঁর সহকর্মী সাংবাদিকরা। সাংবাদিক হিসেবে রয়েছে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন তার।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.