এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মীরসরাইয়ের বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হোসেন ইন্তেকাল করেছেন।তিনি ৭ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে উপজেলার ১৩ নং মায়ানি ইউনিয়নের পশ্চিম মায়ানিস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালিন তার বয়স ছিল (৭৫) বছর। মঙ্গলবার বাদ এশা রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।
তিনি সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার অধ্যাপক এবং মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি জাসদ ছাত্রলীগ থেকে ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ১৩ মায়ানী ইউনিয়ন ও সুফিয়া এলাকায় জামায়াতের সাংগঠনিক দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা এই জামায়াত নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির ও সেক্রেটারি জনাব আনোয়ার উল্লাহ আল মামুন। এক শোক বিবৃতিতে বলা হয়, মরহুম অধ্যাপক আবুল হোসেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে জান্নাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.