দেশচিন্তা নিউজ ডেস্ক:
চসিক এর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বয়াক মোঃ জহুরুল আলম জসিম বলেন, যে বা যাহারা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ও সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে গোলা পানিতে মাছ শিকার করেন তারা বোকার স্বর্গে বাস করছেন। তাই সময় এসেছে এসকল সমাজ উন্নয়ন বিরোধীদের মুখোশ জনগণের কাছে উম্মোচন করার। সরকারের উন্নয়ন কাজে বাঁধা বিপত্তি করে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারি সম্পদ লুঠপাট করে আত্মসাধ করে তাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। এইচ ব্লক কোয়াড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করার আগে পুরাতন ভবন ভেঙ্গে বিদ্যালয়ের রড, ইট, ইলেকট্রিক সামগ্রী ও বিদ্যালয় প্রাঙ্গণের গাছ কেটে যারা অর্থ লোপাট করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার জন্য বিদ্যালয়ের অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের উন্নয়ন কাজে স্ব-স্ব উদ্যোগে অবৈধ দখল ছেড়ে দিয়ে উন্নয়ন কাজকে তরান্বিত করার জন্য অবৈধ দখলদারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি এলাকার তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করতে তরুণ সমাজকে ভাল কাজে উৎসাহ প্রদান করতে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। এ কে এম আবিউল হক স্মৃতি পাঠাগার আয়োজিত এ কে এম আবিউল হক স্মৃতি ডে নাইট শটপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা শামীম আহমেদ সুমনের সভাপতিত্বে ও সংগঠনের প্রধান সমন্বয়কারী আনিস চৌধুরী রাজনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমদ বাবু, যুবলীগনেতা আবু সুফিয়ান, জি ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল শিপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবদুল করিম কন্ট্রাক্টর, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রতন, সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ সাজিদ প্রমুখ। অনুষ্ঠানে টুর্ণামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত ব্লেভার বয়েজের মোঃ ফয়সাল, সেরা ব্যাটস্ ম্যান নির্বাচিত হন আল হেরা একাদ্বশের মোঃ আলো, সেরা বোলার নির্বাচিত আল হেরা একাদ্বশের মোঃ রকি, সেরা ফিল্ডার নির্বাচিত ব্লেভার ভয়েজের মোঃ রবিন, তৃতীয় স্থান জয়ী হন নন্দন সুপার কিংস্। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন ব্লেভার ভয়েজ। অনুষ্ঠানে সকল বিজয়ীদের মাঝে ট্রপি ও নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.