এস এম জাকারিয়া, মীরসরাই ( চট্টগ্রাম ) প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী শাকিল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি মীরসরাই ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন "তরঙ্গ যুব সংঘের" সহ সভাপতি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। হামলার শিকার শাহাদাত হোসেন শাকিল বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছিলো।
১৭ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় মীরসরাই কলেজ রোডস্থ সাবরেজিস্ট্রিার অফিস এলাকায় ডেকে নিয়ে মোবাইল চেক করার নাম করে তাকে মারধর করে সন্ত্রাসীরা। এসময় উক্ত সন্ত্রাসীরা তার শরীরে ৪০/৫০টির মতো আঘাত করে। মারধরের পর আবার সমাধানের জন্য ২লাখ টাকা চাঁদাও দাবি করে। তাকে আহত করে চলে যাওয়ার সময় তার মানি ব্যাগটা নিয়ে যায় তারা। পরে আহত অবস্থায় শাকিল কে উদ্ধার করে তার বন্ধুরা মস্তান নগর হাসপাতালে নিয়ে যায়। হামলার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
আহত শাকিলের সাথে যোগাযোগ করলে সে তার বক্তব্যে বলে, আমি প্রতিদিনের মতো সন্ধ্যায় টিউশনে যাচ্ছিলাম। এসময় একজন লোক আমাকে ডেকে সাব রেজিস্টার অফিস গলিতে নিয়ে যায়। সেখানে তারা ৫-৬জন আমার উপর অতর্কিত হামলা করে। আবার আমার সাথে বিষয়টি মিটমাটের কথা বলে ২লক্ষ টাকা চাঁদাও দাবী করে। পরে চলে যাওয়ার সময় আমার মানিব্যাগ নিয়ে যায়। আহত অবস্থায় আমার বন্ধুরা আমাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ( মস্তান নগর ) নিয়ে যায় এবং চিকিৎসা শেষে আমি থানায় যাচ্ছি মামলা করার জন্য।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.