এস এম জাকারিয়া, মীরসরাই ( চট্টগ্রাম ) প্রতিনিধি : আমাদের দেশে বরাবরই দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মম হত্যার শিকার হতে হয়েছে। একটা নির্দিষ্ট মহল কখনোই চায়নি বাংলাদেশ উন্নত হউক বা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক। বরং তারা বারংবারই এদেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন সময়ে হত্যা করেছে দেশের বিশিষ্টজনদের। তেমনি একটি কান্ড ছিল এই বুদ্ধিজীবী হত্যাকান্ড। যখনই দেখেছে বাংলাদেশ প্রায় স্বাধীনতার দ্বারপ্রান্তে, তখনোই তারা বাংলাদেশের তৎকালীন শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে এক নেক্কার জনক ঘটনার জন্ম দিয়েছিল।
তারা ভেবেছিল এর দ্বারা সদা লড়াকু বাংলাদেশী বাঙালি জাতি দমে যাবে। ঠিক সেভাবে ওই হত্যাকারী গোষ্ঠীটি এরপর আরো অনেকবার বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি করার জন্য আরো অনেকগুলো হত্যাকাণ্ডের জন্ম দিয়েছিল। ভবিষ্যতে যেন এধরনের আর কোন নেক্কারজনক হত্যাকান্ড ঘটতে না পারে তার জন্য আমাদের সকলকে সচেতন থেকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। এভাবেই মীরসরাই উপজেলায় আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় নিজের বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের বক্তারা।
আজ ১৪ ডিসেম্বর জামায়ােত ইসলামী বাংলাদেশ, মীরসরাই উপজেলা অফিসে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এই আলোচনা অনুষ্ঠানসকাল ১০:৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের যুব বিভাগ সভাপতি লোকমান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমীর নূরুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই পৌরসভা আমীর ও উপজেলা সহ. সেক্রেটারি শিহাব উদ্দিন।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দীন, পৌরসভার সেক্রেটারি ইকরামুল হক, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন, রোকন আবু জাফর প্রমুখ। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা ও মীরসরাই পৌরসভার সকল স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.