মীরসরাই সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাইয়ে ৯নং মীরসরাই সদর ইউনিয়নস্থ গড়িয়াইশে আগুনে পুডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থসহায়তা ও টিন বিতরণ করেছে মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামী শাখা।
৩ ডিসেম্বর, ২০২৪ মঙ্গলবার উপজেলার গড়িয়াইশ গ্রামে মর্মান্তিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ১ বান করে টিন বিতরণ ও নগদ অর্থসহায়তা তুলে দেন মীরসরাই উপজেলা জামায়াত নেতারা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আমির মাওলানা নুরুল কবির, উপজেলা সেক্রেটারি মাওলনা আনোয়ারুল্লা আল মামুন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন, উপজেলা অফিস সম্পাদক শফিকুল মাওলা শিকদার, ৯নং ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা ফারুক সহ অনান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
এসময় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে মীরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির বলেন, আমরা উপজেলা জামায়াতের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে এসেছি। আপনারা এলাকার বিত্তশালীরাও তাদের সহযোগিতায় এগিয়ে আসুন। ইনশা-আল্লাহ সবার সহযোগিতায় তারা আবারো ঘুরে দাড়াবে বলে বিশ্বাস করি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.