এস এম জাকারিয়া, মীরসরাই ( চট্টগ্রাম ) প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সদ্য যুব উন্নয়ন রেজি. প্রাপ্ত সামাজিক ও মানবিক সংগঠন " মীরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা'র " আয়োজনে মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ-১০ম) ছাত্র-ছাত্রীদের মাঝে এক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর, শনিবার বেলা ১০:৩০ ঘটিকায় উপজেলার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত মেধা যাচাই পরীক্ষা আরম্ভ হয়। আগে থেকে রেজিস্ট্রেশন করে এডমিট সংগ্রহ করার মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করে উপজেলার বিভিন্ন মাদরাসা ও স্কুল থেকে প্রায় ১৮০ জন শিক্ষার্থী।
মেধা যাচাই পরীক্ষায় হল সুপারের দায়িত্বে ছিলেন মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হোসাইন সবুজ এবং তাঁর সাথে সহ হল সুপার হিসেবে সহযোগিতা করে সংস্থার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ। মেধা যাচাই পরীক্ষার আহ্বায়ক হিসাবে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন খান এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্র সচিব হিসেবে এস এম জাকারিয়া দায়িত্ব পালন করেছেন, আর তার সাথে সহ সচিব হিসেবে সহযোগিতা করেন সংস্থার যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন হৃদয়। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১০০ মার্কসের মধ্যে পরীক্ষাটি সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন বিদ্যাপীঠ হতে কেন্দ্র পরিদর্শন করেন পৌরসভার শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা জনাব মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা আলা উদ্দিন, মাওলানা শাহাদাত, মাও, ইব্রাহীম, অধ্যাপক শফিকুল আলম সিকদার ও একরামুল হক মাস্টার প্রমুখ।
পর্যবেক্ষক হিসাবে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন নিশান, আজীবন সদস্য আমির হোসেন ও সদস্য জাহিদ হোসেন, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ আজমাইন প্রমুখ।
মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি সালাউদ্দিন চৌধুরী জানান, ২০২১ সালে স্থানীয় কিছু উদ্যমী যুবকদের নিয়ে গঠিত হয় সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা। এছাড়া দেশ এবং মানুষের যেকোনো ক্রান্তিলগ্নে বিশেষ করে বন্যা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তারা।
বিভিন্ন সময়ে চিকিৎসা সহযোগীতা প্রদান, অসহায় ও হতদরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা প্রদান করেছে সংগঠনটি। শিক্ষাবান্ধব এই সংগঠনটি এবারে প্রথম বারেরমত উপজেলা ব্যাপী মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে এবং আগামীতেও প্রতিবছর এই পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.