দেশচিন্তা ডেস্ক : তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিল এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এই মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রদান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে উপস্থিত হতে না পারায় তিনি রেকর্ডেড ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখেন। একই কারণে প্রধান মেহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনও উপস্থিত হতে পারেননি।
প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলিমের যৌথ সঞ্চালনায় মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা মোহাম্মদ মনিরুল আলম মজুমদার এবং মাওলানা মোহাম্মদ মোহছেন আল হোসাইনী তাফসীর পেশ করেন। প্রধান বক্তা আলহাজ্ব শাহজাহান চৌধুরী দেশে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসলাম দেশ ও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির ব্যাপারে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার জন্য সর্বস্থরের জনগণকে আহবান জানান।
বণিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপদেষ্টা জামাল আহমদ, জসিম উদ্দিন কবির, আলহাজ্ব মোহাম্মদ সেলিম উল্লাহ, আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফারুক আজম এম.এ, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম, মোহাম্মদ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক শওকত আজিজ, প্রচার সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ছাদেক হোসাইন,
ধর্মীয় সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ মিনহাজুল আবেদীন, আব্দুর ছফুর (নয়ন), মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাবেক সহ সভাপতি আবু তাহের বিএস সি কবি আল সিরাজী. যুগ্ম সম্পাদক মনছুর আলম চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক প্রমুখ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সন্ধ্যায় পারাবার শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম এবং কান্ডারী শিল্পীগোষ্ঠী নোয়াখালীর শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.