মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র কেরানীহাটে 'জ্বীনের বাদশা' পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি মোঃ রিয়াজ উদ্দীন (৪০) সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়া পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত রিয়াজ উদ্দীনকে গ্রেফতার করা হয়। রিয়াজ উদ্দীন জিজ্ঞেসাবাদে জানায়, মূল আসামি এমরান তার ও পরিবারের সদস্যদের এনআইডি ব্যবহার করে সিম নিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন, গ্রেফতারকৃত রিয়াজ উদ্দীনকে গ্রেফতার দেখিয়ে শনিবার চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে। মূল আসামি এমরানকে শনাক্ত করা গেলেও গ্রেফতার করা যায়নি। পুলিশের একটি টিম তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। অতি দ্রুত এই চাঁদাবাজকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ওসি মোস্তফা কামাল খান আরও বলেন, চাঁদাবাজ এমরান এর আগেও টেকনাফে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেছে। তার বিরুদ্ধে আদালতে একাধিক মাললা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, কেরানীহাটে গত দেড় মাস আগে থেকে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ফোন দিয়ে 'বাদশা' পরিচয়ে চাঁদা দাবি করে আসছিল একটি চক্র । এমনকি চাঁদা না দিলে দোকানে অগ্নিসংযোগ ও হত্যার হুমকি দিয়ে চাঁদা না দেওয়ায় দুইটি দোকানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এই চাঁদাবাজরা।
এঘটনায় সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি ও একটি মামলা হয়েছে। লিখিত অভিযোগ দেওয়া হয়েছে অন্তত ১৩টি। এর আগে আসামি গ্রেফতার না হওয়ায় দোকান বন্ধ রাখা এবং ১০ ডিসেম্বর কেরানীহাটে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.