সাতকানিয়া সংবাদদাতা :
চট্টগ্রামের সাতকানিয়ায় দূর্বৃত্তদের ধারালো ছুরিকাঘাতে আহত হয়েছেন দেলোয়ার হোসেন (৪৫) ওরফে (বগা) নামে এক ব্যক্তি। সে দক্ষিণ চরতি আলী চাঁন পাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে।
সোমবার (১৮ নভেম্বর) উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি ৮ নম্বর ওয়ার্ড পুলের গোড়া এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭ টার সময় অতর্কিতভাবে কয়েকজন মুখোশ পরিহিত দূর্বত্তরা দেলোয়ার হোসেনকে দক্ষিণ চরতির একটি চায়ের দোকান থেকে তুলে এনে পশ্চিম আমিলাইষ এলাকায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় একাধিক সূত্র ও থানা সূত্রে জানা যায়, আহত দেলোয়ারের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
সে সাতকানিয়ার আলোচিত সাইফুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসাবে পরিচিত।
দেলোয়ার হোসেন (বগার) বিরুদ্ধে সাতকানিয়া থানায় ডাকাতি করতে গিয়ে শিশু হত্যা মামলা, বাকলিয়া থানায় অপহরণ মামলা, ইয়াবা মামলা, ছিনতাই, ডাকাতি ও সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় সাতকানিয়ার সাবেক এমপির স্ত্রী ও শ্যালকের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাইফুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার হিসেবে বিভিন্ন সময় মারধর ও হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছে ইয়াবা কারবারি দেলোয়ার হোসেন (বগা)। যার বিরুদ্ধে কমপক্ষে কয়েকটি ইয়াবা মামলাও রয়েছে। ইতিমধ্যে দুই-তিনবার জেলেও গিয়েছিল এই ইয়াবা কারবারি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.