সাতকানিয়া সংবাদদাতা: শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড রঙ্গিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সুবাইতা জান্নাত আফরাহ ওই এলাকার রঙ্গিপাড়ার ইলিয়াছ মেম্বার বাড়ির মো. মহিউদ্দীনের মেয়ে।
সোনাকানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া শিশুর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে কুয়ার পাড়ে খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে কুয়ার পানিতে আফরাহ্’কে ভেসে উঠতে দেখে উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।