আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মুরাদনগরে দুই মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের সাজা

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে পুলিশের হাতে আটক দুই মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে মুরাদনগর সদর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন এর নেতৃত্বে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্তরা হলেন উপজেলা সদরের উত্তর পাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩২) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (৩৩)।
থানা সূত্রে জানা যায়, মুরাদনগর সদরের উত্তর পাড়া এলাকায় আনোয়ারা বেগমের বসত ঘরের ভিতরে অ্যামফিটামিন সেবন করে নেশাগ্রস্ত হয়ে মাতলামি করার সময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সঙ্গীয় ফোর্স এসআই রাজীব চন্দ্র সরকার ও এএসআই মোঃ শামীম আহম্মেদ অভিযান চালিয়ে তাদেরকে হাতে-নাতে আটক করে।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০টাকা জরিমানা প্রদান করেন।
মুরাদনগর থানা এলাকা মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি প্রভাষ চন্দ্র ধর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ