
মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১ টা ২০ মিনিটের দিকে উপজেলার বাহারচড়া ইউপির ৩ নং ওয়ার্ডের পূর্ব রত্নপুর গ্রামের পেলা গাজীর নতুন বাড়ী এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও ঘরের সমস্ত মালামালসহ পুড়ে যাওয়ায় প্রায় ৫০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন- পেলা গাজীর নতুন বাড়ীর মোঃ কামাল উদ্দিন, মোঃ আবু জাফর ও মোঃ শহিদুল্লাহ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এতে কামাল, জাফর ও শহিদুল্লাহর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন।
ফায়ার সার্ভিস টিম পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে ফায়ার সার্ভিস অফিস সুত্রে জানা গেছে।