আজ : শুক্রবার ║ ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনে টাকা নিয়ে যুবক ধরা, জরিমানা গুনল ১ লক্ষ টাকা

সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে গিয়ে ১ লক্ষ টাকা জরিমানা গুনল এক যুবক। আজ ৬ জানুয়ারি শনিবার উপজেলার সদর ইউনিয়নের চিব্বাড়ি রোড এলাকায় মঈনুল ইসলাম (৪৮) নামের একজনকে আটক করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকি।

সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকি বলেন, মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দণ্ডপ্রাপ্ত যুবক মোটর সাইকেল নিয়ে একটি কালো ব্যাগসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ব্যাগ তল্লাশি করলে নগদ ৫ লক্ষ টাকা পাওয়া যায়।

জিজ্ঞেসাকালে যুবক স্বীকার করে চট্টগ্রাম-১৫ আসনের সতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব সিআইপির পক্ষে ভোটারদের টাকা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তিনি । যদিও বিষয়টি অস্বীকার করেছে সতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের প্রার্থী এম এ মোতালেব সিআইপি । এসময় আটক যুবক বিষয়টি ধামাচাপা দিতে ম্যাজিস্ট্রেটকে ঘুষের প্রস্তাব দেয়।

সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকি বলেন, মইনুল ইসলাম চৌধুরীকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত ৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। আটককৃত ব্যক্তি মঈনুল ইসলাম চৌধুরী আনোয়ারা উপজেলার পীরখাইন এলাকার মো: শামশুল ইসলাম চৌধুরীর ছেলে।

তিনি আরও বলেন, দ্বাদশ সাংসদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সর্বদা সচেষ্ট আছি। মোবাইল কোর্ট পরিচালনাকালে আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতায় ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ