
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে কমিউনিটি সেন্টার ও ক্লাবগুলোতে সামাজিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ১৯ মার্চ বৃহস্পতিবার সিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, একই কারণে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের যাতায়াত নিষিদ্ধ করেছিল সিএমপি।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘জনসমাগম হতে পারে এ রকম কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য হল বুকিং নেওয়ার বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি ক্লাব, কমিউনিটি সেন্টার মালিকদের কোনও ধরনের অনুষ্ঠানে বুকিং না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।’
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বজায় থাকবে বলে তিনি জানান।
পড়েছেনঃ ৫৪৮