
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে একটি বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জনসভাকে কেন্দ্র করে লাখো ছাত্র-শ্রমিক-জনতা চট্টগ্রামে আমীরে জামায়াতকে বরণ করে নিতে প্রস্তুত।
তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দরাও বক্তব্যে প্রদান করবেন।
মুহাম্মদ শাহজাহান বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি জনসভার সার্বিক প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা, স্বেচ্ছাসেবক টিমসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, এই নির্বাচনী জনসভা চট্টগ্রাম মহানগরীর রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ জনসভা সর্বাত্মকভাবে সফল হবে বলে আমরা আশাবাদী।
মুহাম্মদ শাহজাহান বলেন, এ জনসভাকে ঘিরে চট্টগ্রামের তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্র ও যুবসমাজ দলে দলে জনসভায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তরুণদের এই জাগরণ আগামীর রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা বহন করছে।
মাঠ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবু তালেব চৌধুরী বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিনসহ মহানগরী জামায়াতে ইসলামী, শ্রমিক ও ছাত্র নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।










