আজ : বুধবার ║ ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

নেত্রকোনায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী

দেশচিন্তা ডেস্ক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশতাধিক নেতাকর্মীর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে ১১ দলীয় সমর্থিত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

জামায়াতে যোগদানকারী নেতা আনোয়ার হোসেন বলেন, ‘জামায়াতের আদর্শে বিশ্বাসী হয়ে আমরা আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছি।

এখন থেকে আমরা জামায়াতের প্রতিটি কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জামায়াতের প্রার্থী খায়রুল কবীর নিয়োগীকে দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’
অনুষ্ঠানে নেত্রকোনা-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল কবীর নিয়োগী দলে যোগদানকারীদের স্বাগতম জানিয়ে বলেন, সারা বাংলাদেশে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া বইছে। এমন একটা সময়ে আপনারা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগদান করেছেন, যা জামায়াত তথা আমার নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘দল-মত-নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি পরিবার গড়তে চাই। হিংসা ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইনসাফের ভিত্তিতে কেন্দুয়া ও আটপাড়া গড়াই আমাদের লক্ষ্য।’ আদর্শভিত্তিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের যোগদান সংগঠনকে আরো শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।

এ সময় নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুবুর রহমান, জামায়াত মনোনীত নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, কেন্দুয়া উপজেলা জামাতের আমির মো. সাদেকুর রহমান, আটপাড়া উপজেলা আমির, আসন পরিচালক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আসন সচিব মো. ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ