আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

এবার ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে জনগণ প্রস্তুত — অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগকালে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

সোমবার (২৬ জানুয়ারি) দক্ষিণ কাট্টলী জেলে পাড়া এলাকায় আয়োজিত গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে জনগণ জুলুম, দুর্নীতি ও বৈষম্যের শিকার। মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র চায়। আলহামদুলিল্লাহ, সেই পরিবর্তনের প্রতীক হিসেবে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের রাজনীতি করে। আমরা ক্ষমতার জন্য নয়, বরং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। চট্টগ্রাম-১০ আসনের জনগণ এবার সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী তাদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরলে অধ্যক্ষ হেলালী বলেন, জনগণ আমাকে সুযোগ দিলে সংসদে গিয়ে আপনাদের ন্যায্য দাবি আদায়ে আমি সোচ্চার ভূমিকা রাখব, ইনশাআল্লাহ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোলাইমান, আবুল হাশেম চৌধুরী, ইকবাল করিম, মাওলানা সাবের উদ্দিন, সানা উল্লাহ, হেলাল উদ্দিন, রহমত উল্লাহসহ জামায়াতে ইসলামী স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। গণসংযোগ ও প্রচারণা চলাকালে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ