আজ : শনিবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

উত্তরায় আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির, সহযোগিতার আশ্বাস

দেশচিন্তা ডেস্ক: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ঘটনাস্থলে যান।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ভবনের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আরও কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব। সবাইকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা-১৮ সংসদীয় আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিবসহ দলের অন্যান্য নেতারা।

পরিদর্শনকালে জামায়াতের আমির ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ও তাঁদের খোঁজখবর নেন।

এর আগে এদিন রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের ৭ তলা ভবনে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াত আমির।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ