আজ : বৃহস্পতিবার ║ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

রাজনৈতিক দলের ইশতেহারে শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষার অঙ্গীকার থাকতে হবে : এস এম লুৎফর রহমান

দেশচিন্তা ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শ্রমিকদের ভোট পেতে হলে সব রাজনৈতিক দলকে তাদের নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের মৌলিক অধিকার পূরণে সুস্পষ্ট ও লিখিত অঙ্গীকার অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের জামালখানে সংগঠনের নগর কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে সভাপতির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারন সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল।

এস এম লুৎফর রহমান বলেন, দেশের অর্থনীতি মূলত শ্রমিকদের শ্রম ও উৎপাদনের ওপর নির্ভরশীল হলেও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার মতো মৌলিক অধিকার এখনও অনেক শ্রমিকের জন্য অনিশ্চিত। এ বাস্তবতায় শ্রমিকদের অধিকারকে আগামী নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা জরুরি।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ঘোষণায় বাস্তবসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ, সময়মতো বেতন ও বোনাস প্রদান, দুর্ঘটনা ও স্বাস্থ্য বিমা চালু, নারী শ্রমিকদের নিরাপত্তা ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা এবং ট্রেড ইউনিয়নের অধিকার সংরক্ষণের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকা প্রয়োজন।

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকরা দেশের একটি বড় ভোটার গোষ্ঠী। তাদের অধিকার উপেক্ষা করে টেকসই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। যে দল শ্রমিকদের অধিকারকে ইশতেহারে গুরুত্ব দেবে না, শ্রমিক সমাজ তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক ও মানবিক দায়িত্ব। আগামী নির্বাচন শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সুযোগ হিসেবে বিবেচিত হওয়া উচিত।

নগর ফেডারেশনের সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক’র সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নজির হোসেন , সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ,কোষাধক্ষ্য মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

আজকের সদস্য সম্মেলনে পতেঙ্গা, রেল,সদরঘাট,চান্দগাঁও,বাকলিয়া, চকবাজার, ডবলমুরিং, পাঁচলাইশ, হালকামোটর,সড়ক পরিবহন,সিএনজি উত্তর, সিএনজি দক্ষিন, নির্মান, হালিশহর, আকবরশাহ, পাহাড়তলী,খুলশি, নৌ পরিবহন,বিপিসি ,বিদুৎ,দক্ষিন পাহাড়তলী,সিএন্ডএফ শাখার সদস্যগণ উপস্থিত ছিলেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ