আজ : বুধবার ║ ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারে টেকনাফে নয়া পাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার।

নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার হাবিবুর রহমানের ছেলে। আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

পরিদর্শক সুশান্ত সরকার বলেন, সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয়দের বরাতে এপিবিএন পুলিশের পরিদর্শক বলেন, ‘সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।’

ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে সুশান্ত সরকার আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই পরিদর্শক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ