আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রজব, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিদর্শনে জাপানের প্রতিনিধি দল: স্টুডেন্ট ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে জাপানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক পর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
জাপানের একজন সংসদ সদস্য তেতসুয়া কামেই ও একজন খ্যাতনামা শিক্ষক শিনো ইয়োকোৎসুকার নেতৃত্বে আগত প্রতিনিধি দলে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও কর্মী এবং সমাজকর্মীরা অন্তর্ভুক্ত ছিলেন। এ সময় প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টুডেন্ট এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং জাপানে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
প্রতিনিধি দলটি প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ, অবকাঠামো ও শিক্ষাকার্যক্রম ঘুরে দেখেন এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় মাননীয় উপাচার্যের সাথে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তাঁরা জাপানের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষাবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক দক্ষতা উন্নয়নে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, এই সফরের মাধ্যমে ভবিষ্যতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জাপানের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ