আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

দেশচিন্তা ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধসহ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মাউশির প্রধান নির্দেশনাগুলো:
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে নিম্নলিখিত কার্যক্রমগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে:
* শিক্ষাপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা, গাছের লতাপাতা এবং বায়োমাস উন্মুক্তভাবে পোড়ানো যাবে না।
* শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্ট জৈব আবর্জনা, গাছের লতাপাতা এবং বায়োমাস না পুড়িয়ে নির্দিষ্ট স্থানে গর্তের মধ্যে সংরক্ষণ করে জৈব সার বা কম্পোস্ট তৈরি করার পদক্ষেপ নিতে হবে।
* শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্ট ধুলাবালি ও ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে যত্রতত্র না ফেলে সিটি করপোরেশন বা পৌরসভার নির্ধারিত স্থানে ফেলতে হবে।
* প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, মাঠ ও খোলা জায়গায় নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা করা এবং প্রাঙ্গণ ঘাস বা গাছপালা লাগিয়ে আবৃত রাখতে হবে।
* প্লাস্টিক বর্জ্যগুলোকে জৈব বর্জ্য বা বায়োমাসের সঙ্গে মেশানো যাবে না। উৎসে পৃথকীকরণ করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বিধি-৬ অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
* বায়ুদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ