আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ার এডমিন জান্নাতুল আদন পেলেন “অধম্য নারী পুরষ্কার”

দেশচিন্তা : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় “অধম্য নারী পুরষ্কার–২০২৫” পেয়েছেন সাতকানিয়ার এডমিন জান্নাতুল আদন। জেলা ও উপজেলা পর্যায়ে বিজয়ী হয়ে এই সম্মান অর্জন করেন তিনি।

রবিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাঈম আহমেদ খান।

নারীর ক্ষমতায়ন, অধিকার ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে জান্নাতুল আদনসহ জেলার বিভিন্ন স্তরের কয়েকজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরী।

অধম্য নারী হিসেবে স্বীকৃতি পাওয়া জান্নাতুল আদনকে সাতকানিয়া সাহিত্য সংসদ–সাসাস ও স্থানীয় মহল অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ