আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সরকারি সিটি কলেজ এইচএসসি ব্যাচ’-৯৩ এর রিইউনিয়ন ২০২৫ অনুষ্ঠিত চট্টগ্রাম অফিসার্স ক্লাবে সহপাঠীদের মিলনমেলা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম, ২৯ নভেম্বর, শনিবার-আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম লাভ লেইনস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সরকারি সিটি কলেজ চট্টগ্রাম-এর এইচএসসি ব্যাচ ১৯৯৩-এর বহু প্রতীক্ষিত ‘রিইউনিয়ন ২০২৫’। দীর্ঘ ৩২ বছর পর দুই শতাধিক সহপাঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুনর্মিলনী পরিণত হয় প্রাক্তন ছাত্রদের এক অনন্য মিলনমেলায়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, প্রয়াত সহপাঠীদের স্মরণ, কেক কাটা, গ্রুপ ফটোসেশনসহ নানা আকর্ষণীয় আয়োজন। আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, “৩২ বছর পর সহপাঠীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের জন্য গর্বের ও হৃদয়ছোঁয়া মুহূর্ত।” সবার সহযোগিতায় ‘রিইউনিয়ন ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা আগামীতে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের আশা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে ১৯৯৩ ব্যাচের বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ