
দেশচিন্তা প্রতিনিধি : নগরের চকবাজার কাঁচাবাজার এলাকার মান্নান সুপার মার্কেটে দোকান ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ০৪ ডিসেম্বর সাড়ে ১২টার দিকে বাজারের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, খবর পাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের উৎস কী ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
পড়েছেনঃ ১০















