আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আন্দোলনরত ৮দল চট্রগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: লালদিঘীর মাঠে ৫ ডিসেম্বর ৮দলের বিশাল সমাবেশ সফল করুন
আন্দোলনরত ৮দল চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের এক প্রস্তুতি সভা খেলাফত মজলিস বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় মুরাদপুরে নগর সভাপতি অধ্যাপক খুরশীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্টানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৫ ডিসেম্বর২৫ইং রোজ জুমাবার, এক বিশাল সমাবেশ ঐতিহাসিক লালদিঘী মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে ৮দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
চট্টগ্রামের ৮ দলের এই প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নেজাম ইসলাম পার্টির আমীর মাওলানা জিয়াউল হোসাইন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বিডিপির যুগ্ম সম্পাদক এড. জুবায়ের মাহমুদ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ উল্লাহ,
খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন, নেজামে ইসলাম পার্টির সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, বাংলাদেশ খেলাফত মজলিসের নগর সেক্রেটারী
মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিম, মাওলানা হাবিব উল্লাহ আজাদী, এডভোকেট নেজাম উদ্দীন, এড. পারভেজ তালুকদার, জাগপার জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন, হাসান জুয়েল প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ