আজ : রবিবার ║ ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১৫ দিনের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

দেশচিন্তা ডেস্ক: ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো পর্যবেক্ষণ ও মেরামত করতে ১৫ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ঢাবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়। পরে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানান। ঢাবির জনসংযোগ দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সাইফুদ্দীন আহমেদ বলেন, ভূমিকম্পের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। হলগুলোর পুরোনো অবস্থা আছে। হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন।

তিনি বলেন, সেই কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভাষ্যমতে চার সপ্তাহ প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দুই সপ্তাহ সময় দিয়েছে। এজন্য সব হল খালি করা প্রয়োজন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দুই সপ্তাহ বন্ধ থাকবে। আগামী রোববার বিকেল ৫টা থেকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলো।

তিনি আরও বলেন, হল ছাড়ার সময় যেহেতু তাদের রুম পর্যবেক্ষণ করতে হবে, তাই তারা চাবিগুলো সংশ্লিষ্ট হাউজ টিউটরকে দিতে বলা হলো।

এদিকে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়।

এতে বলা হয়, প্রকৌশলীদের মতামত হলো ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। এই ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করা প্রয়োজন। এ কারণে সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সভায় প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ঢাবির অফিস যথারীতি খোলা থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ