আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও বৈষম্যমুক্ত রাঙ্গামাটি গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন — মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, রাঙ্গামাটিকে আঞ্চলিক নিরাপত্তা, স্থায়ী শান্তি ও বৈষম্যমুক্ত অঞ্চলে পরিণত করতে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। জনমানুষের অধিকার রক্ষায় ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট প্রদান এখন সময়ের দাবি।

শনিবার সন্ধ্যায় বায়েজিদ থানাধীন চট্টগ্রাম কনভেনশন সেন্টারে চট্টগ্রাম শহরে রাঙ্গামাটি জেলার অবস্থানরত ব্যাক্তিবর্গদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মুহাম্মদ শাহজাহান বলেন, চলমান বৈষম্য, রাজনৈতিক দমন-পীড়ন ও উন্নয়ন বঞ্চনার শিকার সকল নাগরিকের ন‍্যায‍্য অধিকার নিশ্চিত করতে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য পারস্পরিক আস্থা, ন্যায়বিচার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে অটল।

তিনি আরও বলেন, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন বৈষম্য, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।এবং জনগণের অধিকার রক্ষায় শান্তিপূর্ণ রাজনৈতিকও ধর্মীয় পরিবেশ নিশ্চিত হবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিমের সভাপতিত্বে ও লংগদু উপজেলা সেক্রেটারি আব্দুল রাজ্জাকের পরিচালনা উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলার সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল আলিম বলেন, রাঙ্গামাটির মানুষ শান্তি, উন্নয়ন ও সমঅধিকার চায়। এই লক্ষ্য অর্জনে জনগণের সচেতন অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

উক্ত প্রীতি সম্মেলনে আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুর হাসান রুমী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, লংগদু উপজেলা আমীর নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা আমীর হারুনুর রশিদ, কাউখালি উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, জামায়াত নেতা নেয়ামত উল্ল্যাহ বশির, অধ্যাপক মাহফুজুর রহমান, আমিমুল্লাহ ফারুকি, মনির হোসেন আমিন, ছিদ্দিকুর রহমান প্রমুখ।

সভা শেষে রাঙ্গামাটির সার্বিক উন্নয়ন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষা এবং আগামী জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির জন্য বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ