আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী’

দেশচিন্তা ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী।

তিনি বলেন, জুলাই যোদ্ধারা এ দেশের বীর সন্তান। তাদের ১৪ শতাধিক শহীদ এবং ২০ হাজারের বেশি আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। সেই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তারা জাতির কাছে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দলকানা উপদেষ্টাদের প্ররোচনায় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত ‘জুলাই সনদ’ বাস্তবায়নকে অনিশ্চিত করে তুলেছে।

জুলাই যোদ্ধা ও তাদের পরিবার এ সিদ্ধান্তকে সহজভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে মহিলা কর্মী সম্মেলন এবং তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার উৎসবমুখর পরিবেশে অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু একটি দলের চাপে নতি স্বীকার করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করাই এখন জরুরি।

শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল কবির শান্ত এর সঞ্চালনায় পৃথক দুটি তৃণমূল কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের দক্ষিণের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রহিম, মাষ্টার আক্তার হোছাইন, শিবিরের উপজেলা সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুজাহিদসহ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ