আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের

দেশচিন্তা ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জাতীয় নির্বাচনের আগে সরকার যেন শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ করে তা প্রত্যাশা করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজিত প্রতিনিধি সমাবেশে এ আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। নুরুল হক নুর বলেন, নবম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে, সরকারের শেষ সময় চলছে। নির্বাচনের আগে বেতন কাঠামোর যৌক্তিক সমাধান দেওয়া জরুরি।

তিনি উল্লেখ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থার উন্নয়ন ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। বেতন বৈষম্য দূর করা প্রয়োজন; কেউ পাচ্ছে ৮ হাজার, কেউ ৭০ হাজার- এ ধরনের বৈষম্য চলতে পারে না।

সমাবেশে দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, ৩০ নভেম্বরের মধ্যে পে-কমিশনের রিপোর্ট না পেলে ১ ডিসেম্বর থেকে আন্দোলনে নামা হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ