আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চবির সাবেক ছাত্রনেতা ওমর ফারুকের ইন্তেকাল: চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক, জানাজা-দাফন সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, বান্দরবান সদর উপজেলা ক্যান্টনমেন্ট পাড়া নিবাসী ওমর ফারুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি মৃত্যুকালে পিতা মাতা, স্ত্রী ও ২ সন্তানসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।

গতকাল রাত ৯:৩০ মিনিটের সময় চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উক্ত নামাজের জানাজায় ইমামতি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, রায়হানুল ফেরদৌস, ড. ইমাম হাসান, ইন্জিনিয়ার ওসমান গণি প্রমুখ।
উক্ত জানাজার নামাজের আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, অধ্যক্ষ নুরুন্নবী প্রমুখ।

ওমর ফারুকের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তায়ালা মরহুম ওমর ফারুকের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন। তার হিসাবকে সহজ করে দিন। তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দিন।

নেতৃবৃন্দ মরহুম ওমর ফারুকের শোক- সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান এবং তাঁর পরিবারের উপর আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, আজ বুধবার সকাল ১০ টায় বান্দরবান সদর উপজেলা নিজ বাড়িতে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ