
দেশচিন্তা ডেস্ক: এবার রামুর বৌদ্ধদের জাহাজ ভাসা উৎসবেও ফিলিস্তিন মানুষের প্রতি সংহতি জানানো হলো। কল্প জাহাজে সাটানো হলো ফ্রী ফ্রী প্যালেস্টাইন শির্ষক ব্যানার।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রামুর বাঁকখালী নদীতে প্রবারণা পুর্নিমা উপলক্ষে কল্প জাহাজ ভাসা উৎসবের আয়োজন করা হয়। দুইশো বছর ধরে এ উৎসবের আয়োজন করা হলেও এবছর ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানানোয় উৎসব পেয়েছে ভিন্ন মাত্রা।
বাঁকখালী নদীতে ভাসানো কল্প জাহাজের মধ্যে শ্রীকূল কল্প জাহাজ কমিটির বানানো জাহাজের কাগুজে হাতির অগ্রভাগে লেখা ছিলো ফ্রী ফ্রী প্যালেস্টাইন ব্যানার। তারা জানিয়েছে, বৌদ্ধ ধর্ম অহিংসার কথা বলে, তাই ফিলিস্তিনের মানুষের উপর যে সহিংসতা চলছে তা বন্ধের বার্তা বিশ্ববাসীকে পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই ব্যানার সাঁটানো হয়েছে।
জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক মিথুন বড়ুয়া বোথাম বলেন, এ উৎসবের মাধ্যমে বিশ্বে যে সহিংসতা চলছে বিশেষ করে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে তা বন্ধের দাবী জানাই।
এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট শারদীয় দুর্গাপুজার বিসর্জন অনুষ্ঠানে পুজারীরা ফ্রী প্যালেস্টাইন লেখা ব্যানার নিয়ে দাঁড়ায়। এছাড়া সোমবার রামুতে অনুষ্ঠিত বৌদ্ধদের প্রবারণা পুর্ণিমার ফানুস উৎসবে পুজারীরা উড়ায় ফ্রী প্যালেস্টাইন লেখা ফানুস।