আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৫ দফা গণদাবী বাস্তবায়নে শ্রমিক জনতার ঐক্য অপরিহার্য: অধ্যাপক আহসান উল্লাহ

দেশচিন্তা ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অদ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া বলেছেন, জামায়াতের ৫ দফা দাবী এখন জনগণের দাবীতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা আদায় করতে হবে। এ গণদাবী বাস্তবায়নে শ্রমিক জনতার ঐক্য অপরিহার্য।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৪ টায় পটিয়া শান্তিরহাটস্থ হোয়াইট প্লাস কনভেশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মুহাম্মদ ইসহাক। স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন।

এতে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, চট্টগ্রাম-৮ আসনের মনোনীত এমপি প্রার্থী ডাঃ আবু নাছের, চট্টগ্রাম-১২ আসনের মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফরিদুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা মোক্তার শিকদার সহ জেলা ও উপজেলার জামায়াত ও শ্রমিক নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গুম খুন বৃদ্ধি পাবে। দেশে নতুনরূপে ফ্যাসিবাদ কায়েম হবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।

তারা আরও বলেন, দেশে গণহত্যা চালিয়ে আওয়ামীলীগ প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষ খুন করেছে। জনগণ তাদের দেশ ছাড়া করেছে। অথচ সরকার তাদের বিচার সম্পন্ন করতে গড়িমসি করছে। আমরা লক্ষ করছি, ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ না করে পুনরায় নির্বাচনের জন্য সুযোগ করে দিচ্ছে। যা জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে সরকারের অবস্থান তৈরি হচ্ছে। জনগণ কোনদিন তা মেনে নেবে নিবে না। বরং জনগণকে আবার সরকারের মুখোমুখি করতে উস্কানি দিচ্ছে। অবিলম্বে ৫ দফা দাবীর প্রেক্ষিতে জুলাই সনদকে আইনী ভিত্তি বা মর্যাদা দিন, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন দিন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার সম্পন্ন করুন, জাতীয় পার্টি সহ আওয়ামীলীগের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করুন। অন্যথায় চলমান দাবী আদায়ের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে এবং জনগণকে সাথে নিয়ে দাবী আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ