
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।
পূর্বনির্ধারিত ১২ অক্টোবরের পরিবর্তে ভোট অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল চারটায় নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ড. আরিফুল হক সিদ্দিকী।
এছাড়াও, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ও বৃদ্ধি করে আগামীকাল পর্যন্ত করা হয়েছে। যা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারিত ছিল। নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশন।
পড়েছেনঃ ৫৪